সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহি প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার
দক্ষিন সুনামগঞ্জ সংবাদদাতা
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু'দিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার মো. আনোয়ার হোসেন।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সন্ধ্যা ৬ টায় সিলেট ভয়েসকে মুঠোফোনে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের বাসিন্দা ব্যারিষ্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব পদেও দায়িত্ব পালন করেছিলেন।
এ বিষয়ে তিনি বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো।
বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সব বিষয়ে চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করবো।'##
Reviewed by প্রান্তিক জনপদ
on
11/05/2025 07:03:00 PM
Rating:

No comments: